প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি রায়চোক ও ডায়মন্ড হাওড়া, হলদিয়া টাউনশিপ নন্দীগ্রাম কেন্দামারি
ফেরিঘাটে আটকে পড়া দু'শতাধিক যাত্রীকে শনিবার রাতে বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল জেলা প্রশাসন। শনিবার সন্ধের…
প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি রায়চোক ও ডায়মন্ড হাওড়া, হলদিয়া টাউনশিপ নন্দীগ্রাম কেন্দামারি
ফেরিঘাটে আটকে পড়া দু'শতাধিক যাত্রীকে শনিবার রাতে বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল জেলা প্রশাসন। শনিবার সন্ধের পর হুগলি ও হলদি নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হলদিয়া থেকে রায়চক ও ডায়মন্ডহারবার ফেরির যাত্রীরা সমস্যায় পড়েন। ওই দুটি ফেরিতে যাওয়ার জন্য ১৩০ জন যাত্রী ছিলেন। এদিকে নন্দীগ্রাম যাওয়ার জন্য টাউনশিপ ফেরিঘাটে ৪০-৫০জন আটকে পড়েন।প্রশাসনের উদ্যোগে বাসের ব্যবস্থা করে হয় নন্দীগ্রাম এবং কলকাতা যাওয়ার জন্য।টোটাল পাঁচটি বাসের ব্যবস্থা করা হয়। কলকাতা যাওয়ার জন্য চারটি বাঁশ নন্দীগ্রাম যাওয়ার জন্য একটি বাস ব্যবস্থা করা হয় রাত্রি সাড়ে আটটা নাগাদ। উপস্থিত হয়েছিল হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়ার SDPO অরিন্দম অধিকারী, সুতাহাটার সমস্ত উন্নয়ন আধিকারি।


No comments